Ad Code

Ticker

7/recent/ticker-posts

300 টি অতিগুরুত্বপুর্ন প্রশ্ন উত্তর// মাধ্যমিক ভূগোল // দশম শ্রেণী // target 2023// MOST IMPORTANT QUESTION OF GEOGRAPHY // MP GEOGRAPHY// CLASS 10// TARGET 2023// PART 7

300 টি অতিগুরুত্বপুর্ন প্রশ্ন উত্তর// মাধ্যমিক ভূগোল // দশম শ্রেণী // target 2023// MOST IMPORTANT QUESTION OF GEOGRAPHY // MP GEOGRAPHY// CLASS 10// TARGET 2023// PART 7



 301. বাসন্তী গম চাষ হয় কোন জলবায়ু অঞ্চলে?


উঃ নাতিশীতোষ্ণ অঞ্চলে।


302. কোন স্কেল একক বিহীন হয়?


উঃ R.F স্কেল।


303. বায়ুমণ্ডলের রক্ষাকবচ কাকে বলা হয়?


উঃ ওজোন স্তর।


304. পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কী বলে?


উঃ প্রতিযোগ।


305. পশ্চিমঘাট পর্বতে অবস্থিত দুটি গিরিপথের নাম লেখো।


উঃ পালঘাট, ভোরঘাট, থলঘাট।


306. আদমসুমারি (২০১১) অনুযায়ী নগর হতে গেলে কত জনসংখ্যা প্রয়োজন?


উঃ ১ লক্ষ বা তার বেশি।


307. PIN এর পুরো নাম কী?


উঃ Postal Index Number ।


308. মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কী বলে?


উঃ প্লায়া।


309. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?


উঃ হ্যারিকেন।


310. কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয়?


উঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।


311. মগ্নচড়া সৃষ্টি হয় কী ভাবে?


উঃ উষ্ণ ও শীতল স্রোতের মিলনে।


312. উড়িষ্যার সুবর্ণরেখা থেকে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ব-দ্বীপ অঞ্চলটি কোন উপকূল?


উঃ উত্তর সরকার উপকূল।


313. লুনি কোথায় পতিত হয়েছে?


উঃ কচ্ছের রণ-এ।


314. ভারতের আবহাওয়া অফিস মৌসম ভবন কোথায় অবস্থিত?


উঃ নিউ দিল্লী।


315. Black Cotton Soil নামে কে পরিচিত?


উঃ কৃষ্ণ মৃত্তিকা।


316. ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?


উঃ বিহার।


317. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী?


উঃ রাজস্থান।


318. শাকসব্জি, ফল ও ফুলের বাণিজ্যিক উৎপাদনকে কী বলে?


উঃ উদ্যান কৃষি বা হর্টিকালচার।


319. NASA কোন দেশের মহাকাশ সংস্থা?


উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের।


320. কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে?


উঃ মহাদেশীয় হিমবাহ থেকে।


321. প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?


উঃ মৌসুমি বায়ু।


322. দুটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো।


উঃ ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ ও ব্যবহৃত ব্যাণ্ডেজ।


323. এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি?


উঃ চিল্কা।


324. ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


উঃ দ্বিতীয়।


325. ভারতের বৃহত্তম মোটরগাড়ি তৈরির কারখানা কোনটি?


উঃ গুরগাঁও।


326. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরটি কোথায় অবস্থিত?


উঃ দিল্লীতে।


327. ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র প্রথম কোথায় গড়ে উঠেছিল?


উঃ ঘুষুড়িতে।


328. GPS কী?


উঃ Golbal Positioning System ।


329. উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় কোন প্রক্রিয়ায়?


উঃ নগ্নীভবন।


330. হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে কী বলে?


উঃ প্যাটারনস্টার হ্রদ।


331. চিন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলে?


উঃ টাইফুন।


332. সোমালি স্রোত কোন সাগরে দেখা যায়?


উঃ ভারত মহাসাগরে।


333. ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় অবস্থিত?


উঃ দুর্গাপুর।


334. ভারতের ইক্ষু গবেষণাগারটি কোথায় অবস্থিত?


উঃ লক্ষৌ।


335. ব্যাসল্ট শিলা থেকে কোন মৃত্তিকা সৃষ্টি হয়?


উঃ কৃষ্ণ মৃত্তিকা।


336. ধুঁয়াধার জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত?


উঃ নর্মদা।


337. স্পেনীয় শব্দ এল নিনো এর বাংলা অর্থ কী?


উঃ শিশু খ্রীষ্ট।


338. উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা না কমে বেড়ে যাওয়ার অবস্থাকে কী বলে?


উঃ বৈপরীত্য উত্তাপ।


339. প্রাকৃতিকভাবে জৈব বর্জ্যের বিয়োজককে কী বলে?


উঃ কম্পোস্টিং।


340. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক?


উঃ কেরালা।


341. ‘The land of Fyords’ বলা হয় কোন স্থানকে?


উঃ নরওয়েওকে।


342. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি?


উঃ লাডাক মালভূমি।


343. সবুজ বিপ্লবের সূচনা হয় কী চাষের মাধ্যমে?


উঃ গম।


344. ‘হীরক চতুর্ভুজ’ কথাটি কার সঙ্গে যুক্ত?


উঃ ভারতীয় রেলপথের সঙ্গে।


345. দশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে কী বলে?


উঃ মহানগর।


346. 64D সূচক ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের R.F কত?


উঃ ১:২,৫,০০০


PART 1 50 QUESTION CLICK HERE 


PART 2 50 QUESTION CLICK HERE 

PART 3 50 QUESTION CLICK HERE 


PART 4 50 QUESTION CLICK HERE 



PART 5  50 QUESTION CLICK HERE 



PART 6  50 QUESTION CLICK HERE 

GEOGRAPHIA 

Reactions

Post a Comment

0 Comments

Ad Code